top of page

গাড়ি ছিনতাইয়ের ছক বানচাল, আটক চার সশস্ত্র দুষ্কৃতী

জাতীয় সড়ক থেকে গাড়ি ছিনতাইয়ের আগেই ধারালো অস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


English-Bazar-Police-arrested-4-miscreants-with-sharp-weapons

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ রথবাড়ি মোড়ে হানা দেয়। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ধাওয়া করে চারজনকে ধরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতদের হেপাজত থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়। ধৃতদের নাম জিৎ দাস, অনিমেষ মণ্ডল, বিপ্লব কর্মকার ও অজয় রায়। ধৃতরা সকলেই ইংরেজবাজার ও পুরাতন মালদার বাসিন্দা।


প্রাথমিকভাবে পুলিশের অনুমান, লকডাউনে কাজ না পেয়ে গাড়ি ছিনতাইয়ের ছক কষেছিল ধৃতরা। তবে ধৃতদের বিরুদ্ধে পুরোনো কোনও মামলা রয়েছে কিনা তা খতিয়ে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page