পুরসভার দায়িত্বভার নিয়েই মাস্টার প্ল্যানে হাত নতুন প্রশাসকের
top of page

পুরসভার দায়িত্বভার নিয়েই মাস্টার প্ল্যানে হাত নতুন প্রশাসকের

ইংরেজবাজার পুরসভার দায়িত্ব পেয়েই শহরের মূল সমস্যা নিয়ে বৈঠক করেন সদর মহকুমাশাসক শেখরকুমার চৌধুরি৷ নিকাশি সমস্যার বিষয়টি জানতে পেরেই ইঞ্জিনিয়ারদের নিয়ে সমস্যা সমাধানের জন্য এলাকা পরিদর্শনে যান। যদিও সংবাদমাধ্যমকে কিছু জানাতে ইচ্ছে প্রকাশ করেননি তিনি।



মালদা শহরের নিকাশি সমস্যা দীর্ঘদিনের। সামান্য বৃষ্টিতেই বেশ কিছু এলাকায় জল জমে যায়। সেই জল শুকোতে কয়েকমাস পর্যন্ত লেগে যায় শহরের বেশ কিছু ওয়ার্ডে। নিকাশি ব্যবস্থার জন্য পুরবোর্ড নানা আশ্বাস দিলেও এখনও সমস্যায় পড়ে রয়েছে শহরবাসী। এই সমস্যার জন্য জমি মাফিয়াদের দাবি করেছেন সাধারণ মানুষ। রাজনৈতিক মদতে শহরের জমা জল বেরিয়ে যাওয়ার বিল ভরাট করেছে জমি মাফিয়ারা।




সমস্যা সমাধানের জন্য ২০১৯ সালে জেলাশাসকের উদ্যোগে একটি মাস্টার প্ল্যান তৈরি হয়৷ কিন্তু সেই প্রকল্পের কাজ এখনও শুরু করা যায়নি৷ সেই মাস্টার প্ল্যানের কাজ শুরু করতেই পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে গোদরাইল বিল দেখতে যান পুরসভার নয়া প্রশাসক৷ নতুন প্রশাসকের হাত ধরে কি সমস্যা সমাধান হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে শহরবাসী।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page