দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ
বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজারের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই নেতাকর্মীদের একাংশ। শুধু তাই নয়, রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তৃণমূলের কর্মী ও গ্রামবাসীদের একাংশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রামপঞ্চায়েতের বানিয়া গ্রামের স্ট্যান্ড এলাকায়।
জানা গিয়েছে, আজ ইংরেজবাজার ব্লকের তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ দিদির দূত কর্মসূচিতে বানিয়া গ্রামে গিয়েছিলেন। গ্রামের একাধিক সমস্যা নিয়ে তৃণমূল নেত্রীর সামনেই বিক্ষোভে ফেটে পড়েন দলেরই নেতাকর্মীদের একাংশ। বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরাও। বিক্ষোভের জেরে চরম অস্বস্তিতে পড়েন সভানেত্রী প্রতিভা সিংহ। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় এক ঘণ্টা অবরোধ, বিক্ষোভ চলার পর পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
প্রতিভা সিংহ জানান,
তথ্য আদানপ্রদান ভুল হওয়ায় আজ এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন অন্য একটি রাস্তার কাজ করার কথা হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেখিয়ে বিক্ষোভকারীদের ভুল বোঝানো হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Yorumlar