top of page

হোটেলের আড়ালে রমরমিয়ে বেআইনি মদ, বিক্ষোভ প্রমীলাবাহিনীর

বেআইনি মদের দোকান বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামের প্রমীলাবাহিনী। সোমবার সকালে ইংরেজবাজার থানার সাদুল্লাপুর মোড়ে মালদা-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রমীলা বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। প্রায় চার ঘণ্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় প্রমীলাবাহিনীরা।



এক গ্রামবাসী জানান, ইংরেজবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের সাদুল্লাপুরে রাজ্য সড়কের পাশে হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল বেআইনি মদ বিক্রি। ফলে মদ্যপদের আনাগোনা বাড়ছিল এলাকায়। মদ্যপদের তাণ্ডবে রাস্তা দিয়ে চলা দায় হয়ে পড়ছে এলাকার মহিলাদের। বহুবার প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আজ গ্রামের মহিলারা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জয়েন্ট বিডিও। বিক্ষোভকারীদের সামনে ওই দোকানে তালা বন্ধ করে দেয় প্রশাসনের কর্তারা। ৩০ মের পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তাঁরা। প্রশাসনের হস্তক্ষেপের পরেই অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page