স্বচ্ছভারত প্রকল্পে সেরা ইংরেজবাজার গ্রমোন্নয়ন সমিতি
- Apr 27, 2019
- 1 min read
Updated: Aug 23, 2019
স্বচ্ছভারত প্রকল্পে ভালো কাজের জন্য ইংরেজবাজার গ্রমোন্নয়ন সমিতি অনন্য সম্মানে ভূষিত হল। মালদা জেলার ইংরেজবাজার ব্লকের সাতঘরিয়া এলাকার একটি সেচ্ছাসেবী সংস্থা এলাকা পরিষ্কার রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই সমিতি জেলার মধ্যে সেরার সম্মানে সম্মানিত হয়েছে।
সংস্থার সম্পাদক নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে গ্রামীণ এলাকার মানুষের জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ, বাল্য বিবাহ রোধে জন্য সচেতনতামূলক র্যা লি, আলোচনা সভা নিয়ে কাজকর্ম করে আসছে। তবে এদিন স্বচ্ছভারত অভিযান কর্মসূচি রূপায়নে জেলার বুকে প্রথম পুরস্কার পাওয়ার জন্য আমরা ভীষণ উজ্জীবিত।
মালদা জেলা নেহেরু যুব কেন্দ্রের কোঅর্ডিনেটর সুখেন্দু বাক বলেন, মালদা জেলায় স্বচ্ছভারত কর্মসূচিতে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে ইংরেজবাজার গ্রাম উন্নয়ন সমিতি। আজ ওই সমিতিকে সম্মানিত করা হয়।
Comments