শনিবার দুপুরে শহরের রথবাড়ি এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে ছোটো গাড়ির ধাক্কায় এক মহিলা গুরুতর আহত হন। ঘটনাস্থলে ছুটে আসে রথবাড়ির কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা। মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আহত মহিলার নাম ঠিকানা এখনও জানা যায়নি। ঘাতক গাড়ির চালককে আটক করেছে রথবাড়ি ট্রাফিক পুলিশ।
ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ
এক পথচারি জানান, জাতীয় সড়ক পারপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ওই মহিলা। সুকান্তমোড় থেকে আসা একটি ছোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে ধাক্কা মারে। আহত মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
Комментарии