মেডিকেল কলেজে পাইপগান সহ গ্রেফতার যুবক
মালদা শহরে অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ ধৃত দুষ্কৃতীকে এদিন জেলা আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম আসিফ শেখ৷ বয়স মাত্র ১৯ বছর৷ বাড়ি কালিয়াচক থানার বামনগ্রামে৷ গতকাল মাঝরাতে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেইন গেট থেকে গ্রেফতার করা হয়৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত ১২টা নাগাদ মালদা মেডিকেলের মেইন গেটে যান সাদা পোশাকের পুলিশকর্মীরা৷ সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই যুবককে৷ প্রথমে তাকে আটক করা হয়৷ জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পেয়ে তার শরীরে তল্লাশি চালান পুলিশকর্মীরা৷ পাওয়া যায় একটি গুলি ভরতি ওয়ান শাটার৷ এরপরেই তাকে গ্রেফতার করা হয়৷ এর আগেও দুষ্কর্মে অভিযুক্ত ছিল আসিফ৷ কালিয়াচক থানায় তার নামে অভিযোগ রয়েছে৷ এদিন জেলা আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ ক্রিতাঙ্ক
Comments