top of page

ন্যায্য মূল্যে মাস্ক, স্যানিটাইজার বিক্রি করতে পরামর্শ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আতঙ্ক। করোনার সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজারের চাহিদা বেড়েছে শহরে। বেড়েছে কালোবাজারিও।


শহরের বেশিরভাগ ওষুধের দোকানে মাস্ক ও স্যানিটাইজার নেই। যে কটি দোকানে পাওয়া যাচ্ছে সেখানেও দাম আকাশছোঁয়া। এই অবস্থায় বুধবার সকালে মাস্ক ও স্যানিটাইজারের কালোবাজারি রুখতে মালদা শহরের বিভিন্ন ওষুধের দোকানে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ওষুধ বিক্রেতাদের মাস্ক ও স্যানিটাইজার ন্যায্য মূল্যে বিক্রির পরামর্শ দেয় আধিকারিকরা।



এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক পুলিশ আধিকারিক জানান, ইতিমধ্যে একাধিক ওষুধের দোকানে হানা দেওয়া হয়েছে। সমস্ত ওষুধ বিক্রেতাদের ন্যায্য মূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন




Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page