মালদা স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে বসছে লিফট, সাজছে রেলওয়ে পার্ক
রেলযাত্রীদের সুবিধার্থে মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে লিফট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশন। আজ একথা জানান মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার।
তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে লিফট তৈরি করা হবে। প্ল্যাটফর্মের একদিকে এসকেলটর অন্যদিকে লিফট থাকবে। আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই তা চালু হয়ে যাবে। ফুটওভার ব্রিজেরও কাজ চলছে। পাশাপাশি যাত্রীদের মনোরঞ্জনের জন্য রেলওয়ে পার্ক নতুনভাবে সাজানো হচ্ছে। পার্কে বাচ্চাদের খেলার সরঞ্জাম থেকে বসার জায়গা সবই থাকবে। নতুন রূপে সেজে উঠবে মালদার রেলওয়ে পার্ক।
[ আরও খবরঃ তলিয়ে গেল গঙ্গা পাড়ের আস্ত গোটা গ্রাম ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários