top of page

পুরভোটের আগে জেলাপরিষদের সভাধিপতির নির্বাচন

অবশেষে মালদা জেলাপরিষদের সভাধিপতির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩ ফেব্রুয়ারি। কর্মাধ্যক্ষ নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। নির্বাচনের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। ইতিমধ্যে জেলাপরিষদের সভাধিপতির জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল।


সোমবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, মালদা জেলাপরিষদের সভাধিপতি পদে তাঁদের দলীয় প্রার্থী এটিএম রফিকুল হোসেন। জেলাপরিষদের সংখ্যাতত্ত্বের বিচারে রফিকুল সাহেবের সভাধিপতি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, এই প্রথম জেলাপরিষদের সভাধিপতি হতে চলেছেন উত্তর মালদার চাঁচলের কোনও জনপ্রতিনিধি।



উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে সভাধিপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন গৌরচন্দ্র মণ্ডল। বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। মানিকচক কেন্দ্রে তাঁকে প্রার্থীও করে গেরুয়া শিবির। কিন্তু তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রের কাছে পরাজিত হন তিনি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page