top of page

রাত পোহালেই নির্বাচন, থাকছে বাড়তি নিরাপত্তা

আগামীকাল রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে নির্বাচন হচ্ছে মালদার দুই পুরসভা ইংরেজবাজার ও পুরাতন মালদায়। আজ সকাল থেকে মালদা কলেজ মাঠে ডিসি সেন্টারে ভোটকর্মীদের তৎপরতা দেখা গেল।


উল্লেখ্য, দুই পুরসভায় মোট বুথ ২৬৯। ইংরেজবাজার পুরসভার ৪০টি এবং পুরাতন মালদা পুরসভার ২০টি বুথকে বিশেষ স্পর্শকাতর হিসেবে বাড়তি নজরদারির মধ্যে রাখা হবে। দুই পুরসভায় মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৩১ জন। ইংরেজবাজার পুরসভার মোট ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৪০০ জন। পুরাতন মালদা পুরসভার মোট ভোটার ৬২ হাজার ৬৩১ জন। ইংরেজবাজার ও পুরাতন মালদায় মোট বুথ ১৮৬ ও ৮৩টি।



গত পুরসভা নির্বাচনে ইংরেজবাজারে তৃণমূল ১৫টি, বিজেপি ৩টি, সিপিএম ৬টি, আরএসপি ১টি, কংগ্রেস ২টি, ও নির্দল ২টি আসনে জয়লাভ করেছিল। তবে বর্তমানে তৃণমূলে ২৪ জন, বিজেপিতে ৩ জন, সিপিএমে ২ জন রয়েছেন। পুরাতন মালদা পুরসভায় তৃণমূল ১০, বিজেপি ৫, সিপিএম ২ ও নির্দল ৩টি আসনে জয়লাভ করেছিল। বর্তমানে একজন ছাড়া সকলেই তৃণমূলে যোগদান করেছেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page