top of page

নিখোঁজ অষ্টম শ্রেণির পড়ুয়া, পুলিশের দ্বারস্থ পরিবার

স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির পড়ুয়া। নিখোঁজ পড়ুয়ার খোঁজ পেতে চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চাঁচলের মহানন্দপুর এলাকায়।


নিখোঁজ ছাত্রের নাম দেব দাস (১৪)। দেব স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর স্কুল যাওয়ার নামে বাড়ি থেকে বেড়িয়ে যায় দেব। এরপরে আর বাড়ি ফেরেনি সে। পরিবারের লোকজন ছেলের বন্ধুদের পরিবারের কাছে খোঁজ নিয়েও দেবের কোন খোঁজ পাননি। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকজন। নিখোঁজ ছাত্রের বাবা জানান, সকালে টিউশন শেষ করে স্কুলে যায় দেব৷ এরপর থেকেই ছেলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ স্কুলে খোঁজ নিয়ে জানা যায় দেব স্কুলে পৌঁছয়নি। দেবকে কেউ অপহরণ করেছে বলে আশঙ্কা করছেন পরিবারের লোকজন।



চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই পড়ুয়ার খোঁজ পেতে তার ছবি জেলার প্রতিটি থানায় পাঠানো হয়েছে৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page