top of page

আর মাত্র একটি দিন৷ তারপরেই ইদ

আর মাত্র একটি দিন৷তারপরেই ইদ৷একমাসের রোজা পালনের পর আনন্দে মেতে উঠবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ ইদ আসতেই বাজারে লাচ্ছা, সিমুই ভেসে ওঠে। পসরা বসে খস, গুলাব, জেসমিন সহ হরেকরকম আতরের। বিশেষত মালদা শহরের বিভিন্ন বাজারে এই সময় জেলার বিভিন্ন জায়গা থেকে এসে পসরা সাজান বিক্রেতারা৷ কিন্তু সেই আতর কিংবা লাচ্ছা বিক্রেতাদের এখন বড়োই দুর্দিন৷ গ্রামের মানুষেরা এখন আর ইদের বাজারে শহরে আসছেন না। প্রায় একই দামে সবই মিলছে গ্রামের বাজারে-বাজারে।

Eid Mubarak

আজ মালদা শহরের চিত্তরঞ্জন পুরবাজারের লাচ্ছা ও আতর বিক্রেতারা জানান, নিজেদের ব্যবসায় তাঁরা প্রত্যেকেই গ্রামের ক্রেতাদের উপর বেশি নির্ভরশীল৷ কিন্তু এবছর গ্রাম থেকে শহরে আসা ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গেছে৷ এখন গ্রাম থেকে গ্রামান্তরেও ইদের জমজমাট বাজার বসে যাচ্ছে৷ সেই সব বাজারে বিভিন্ন ধরনের লাচ্ছা, সিমুই থেকে শুরু করে নানাবিধ আতর, সবই পাওয়া যাচ্ছে৷ ফলে গ্রামের মানুষজন এখন আর খুব একটা শহরে আসছেন না। তবুও তাঁরা আশাবাদী, আগামী দুদিনে হয়তো পরিস্থিতির বদল হতে পারে৷ ইদের বাজারে হয়তো গোটা গ্রামই উঠে আসতে পারে শহরে।


ছবিঃ পিক্সঅ্যাবে #CelebrateEid

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page