খুশির ইদে সারা দেশের সঙ্গে মাতল মালদা
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jun 5, 2019
- 1 min read
Updated: Nov 21, 2020
সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও পালিত হল ইদ। আজ কালিয়াচকের সুজাপুর ইদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ নমাজ পড়েন। মালদা শহরের স্টেশন রোডের সুভাষপল্লি ইদগাহে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়। জেলায় একমাত্র মহিলা পরিচালিত ইদের নমাজ পাঠ হল হায়দারপুরে।
আজ ইদে সামিল হল ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষ সহ একাধিক কাউন্সিলররা। ইদ উপলক্ষ্যে সকাল থেকেই শহরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।













Comments