সরানো হল মালদা সদর মহকুমাশাসককে
রাজ্য সরকারের নির্দেশে সরিয়ে দেওয়া হল মালদা জেলার সদর মহকুমাশাসক তথা ইংরেজবাজার কেন্দ্রের রিটার্নিং অফিসারকে। মহকুমাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন ২০১৮ ব্যাচের আইএএস (পশ্চিমবঙ্গ ক্যাডার) শেখরকুমার চৌধুরি।
বিদায়ী মহকুমাশাসক করোনায় আক্রান্ত হওয়ার কারণেই তাঁকে সরানো হয়েছে বলে প্রশাসনিক মহলের একাংশের অনুমান। বিজেপির অভিযোগের ভিত্তিতে মহকুমাশাসককে সরানো হয়েছে বলেও অনুমান করছেন অনেকে। জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিদায়ী মহকুমাশাসক সহ জেলা পুলিশ ও প্রশাসনের ১২জনকে নির্বাচনের আগে সরিয়ে দেওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অনুরোধ করা হয়েছে।
[ আরও খবরঃ হাঁসুয়ার কোপ মেরে ছিনতাই ইংরেজবাজারে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments