হাঁসুয়ার কোপ মেরে ছিনতাই ইংরেজবাজারে
কাজ সেরে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হাতে আক্রান্ত এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের বাধাপুকুর এলাকায়। আক্রান্ত ওই ব্যবসায়ী সোমবার দুপুরে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন।
আক্রান্ত ব্যবসায়ীর নাম আবু তাহের শেখ। বাড়ি মোথাবাড়ির রায়পুর এলাকায়। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে বাধাপুকুর এলাকায় কয়েকজন দুষ্কৃতী হাঁসুয়া ও পিস্তল নিয়ে তাঁর পথ আটকায়। নগদ টাকা, মোবাইল দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর দুই হাতে হাঁসুয়ার কোপ লাগে। ছিনতাইকারীরা নগদ ১২ হাজার টাকা, মোবাইল ফোন ও তাঁর মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। আজ তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকা একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
[ আরও খবরঃ গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চাঁচলে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Yorumlar