১৫ তারিখ মালদায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
আগামী ১৫ সেপ্টেম্বর মালদায় আয়োজিত হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান প্রীতি ফুটবল ম্যাচ। আজ সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস।
তিনি জানান, ইস্টবেঙ্গল লিজেন্ড ও মোহনবাগান লিজেন্ডদের নিয়ে একটি প্রীতি ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর আয়োজিত হচ্ছে। মালদায় প্রথম এধরণের কোনও ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মালদা ডিএসএ ময়দানে সেই ম্যাচ উপভোগ করতে পারবেন ২৫ হাজার দর্শক। পাশাপাশি সেই খেলার সরাসরি সম্প্রচার হবে সোশ্যাল মিডিয়া ও লোকাল চ্যানেলে। ময়দানে বসে খেলা দেখার জন্য কোনও প্রবেশ মূল্য লাগবে না। তবে সীমিত বসার জায়গা থাকায় পাসের ব্যবস্থা করা হচ্ছে। সেই পাস সংগ্রহ করে মানুষ খেলা দেখতে পারবে। বিশ্বকাপ ফুটবলের আগে এই প্রীতি ম্যাচ মালদাবাসীকে প্রাক শারদীয়ার উপহার।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments