রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ উপেক্ষার অভিযোগ
top of page

রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ উপেক্ষার অভিযোগ

আজ মালদা জেলা কংগ্রেস কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করার অভিযোগ আনল রাজ্য সরকারের বিরুদ্ধে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ২০০৯-১০ সালে প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে আদালতের নির্দেশ উপেক্ষা করেছে রাজ্য সরকার৷ তারই প্রতিবাদে আগামীকাল চাকরিপ্রার্থীদের নিয়ে কংগ্রেস নেতা-কর্মীরা আন্দোলনে নামতে চলেছে৷


রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ উপেক্ষার অভিযোগ

এই ঘটনা প্রসঙ্গে সুজাপুর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরি জানান, ২০০৯-১০ সালে মালদা জেলায় ১,৩৩১টি শূন্যপদের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক শিক্ষক পদে আবেদন করেন চাকরিপ্রার্থীরা৷ ওই বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিপ্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষা দেন৷ ইতিমধ্যে ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়৷ বামেদের সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল সরকার৷ নতুন সরকার পুরোনো পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেয়৷ সরকারের পক্ষ থেকে বলা হয়, এই চাকরিপ্রার্থীদের ফের পরীক্ষায় বসতে হবে৷ সেই মতো ২০১৪ সালে লিখিত পরীক্ষা হয়৷ ২০১৫ সালে হয় মৌখিক পরীক্ষা৷ তাতে অংশ নেন প্রায় ৬ হাজার চাকরিপ্রার্থী৷ ২০১৬ সালে তার প্যানেলও তৈরি করে ফেলা হয় বলে তাঁদের কাছে খবর৷ কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার সেই প্যানেল ঘোষণা করেনি৷ দ্রুত প্যানেল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার আর্জি নিয়ে চাকরিপ্রার্থীদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন৷ সেই মামলায় গত ৫ সেপ্টেম্বর আদালত সরকারকে নির্দেশ দেয়, আগামী দু’সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করে তালিকাভূক্ত চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে৷ কিন্তু সেই নির্দেশ জারির পর তিন মাস পেরিয়ে গেলেও সরকার এই চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেয়নি৷ এরই প্রতিবাদে আগামীকাল তাঁরা এই চাকরিপ্রার্থীদের নিয়ে মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে উপস্থিত হবেন৷ তাঁরা এনিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে ঘেরাও করার কর্মসূচি নিয়েছেন৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page