top of page

সুজাপুরে জনরোষে দুই দুষ্কৃতীর মৃত্যু

জনরোষে মৃত্যু হল দুই দুষ্কৃতীর৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর সংলগ্ন মাস্টারপাড়ায়৷ মৃত দুষ্কৃতীদের নাম সারিফুল শেখ (৪১) ও তারিকুল শেখ (৩৯)৷ এরা সম্পর্কে দুই ভাই৷ খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায় কালিয়াচক থানার পুলিশ৷


সুজাপুরে জনরোষে দুই দুষ্কৃতীর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাই এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত৷ কয়েকমাস আগে সারিফুল সুজাপুর স্ট্যান্ডে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর প্রকাশ্য দিবালোকে ইনতাজ আলি নামে এক গ্রাম্য চিকিৎসককে গুলি করে খুন করে৷ এলাকায় বোমাবাজি, সন্ত্রাস, খুন-রাহাজানির ঘটনায় দুই ভাই ছিল সিদ্ধহস্ত৷ এমনকি জাতীয় সড়ক অবরোধ করে বোমাবাজি চালানোতেও দক্ষ ছিল তারা৷ ইনতাজ আলির খুনের ঘটনায় সারিফুলকে গ্রেফতার করে পুলিশ৷ এতদিন সে মালদা জেলা সংশোধনাগারেই ছিল৷ চলছিল বিচার প্রক্রিয়া৷ বৃহস্পতিবার বিকেলে জামিনে ছাড়া পেয়ে বাড়ি আসে সে৷ তাদের বাড়ি মাস্টারপাড়া এলাকাতেই৷

স্থানীয় একটি মসজিদের উন্নতিকল্পে গতকাল রাতে মাস্টারপাড়ায় একটি ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছিল৷ অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ মদ্যপ অবস্থায় দুই ভাই সেখানে উপস্থিত হয়৷ ইনতাজ আলির খুনের ঘটনায় গ্রামবাসীরা সারিফুলের নাম পুলিশকে কেন জানিয়েছিল, তা নিয়ে দুই ভাই উপস্থিত সবাইকে হুমকি দিতে থাকে৷ এনিয়ে তাদের সঙ্গে গ্রামবাসীদের বচসাও শুরু হয়৷ হঠাৎ তারা সঙ্গে থাকা পিস্তল বের করে গুলি চালাতে থাকে৷ এরপরেই উত্তেজিত জনতা দুই ভাইকে ধরে ফেলে৷ শুরু হয় গণপ্রহার৷ প্রাণ বাঁচাতে কোনওরকমে একটি বাড়িতে ঢুকে পড়লেও সেখানেই কোদাল দিয়ে কুপিয়ে ফেলা হয় সারিফুলকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের৷ খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়ে দেয়৷ কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে সুজাপুরে জনরোষে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page