বুলবুলির ৪২ ফুটের কালী বিসর্জন এক ঝলকে
বুলবুলচণ্ডীর কালী পুজোর খ্যাতি শুধু জেলা জুড়েই নয়। ভিন রাজ্য থেকেও লোকজন আসেন এই পুজো দেখতে। শুধু পুজো বা মেলা চলাকালীন দিনেই নয়, উপচে পড়া ভিড় নজরে এল নিরঞ্জনেও।
৪২ ফুটের কালী প্রতিমার পাটাতনে কোনও চাকা থাকে না। পাটাতনের তলায় বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে ১ কিলোমিটার দূরে নিরঞ্জন করা হয় এই প্রতিমা। দূরদূরান্ত থেকে মানুষ আসেন নিরঞ্জনে প্রতিমার দড়ি টানতে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সমাগম হয়েছিল হাজারো মানুষের। ভক্তদের ঘামে দেবী পৌঁছলেন ঘাটে, নিরঞ্জনও হল শোভাযাত্রা সহকারে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments