পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের ডিজিট্যাল প্রদর্শনী
পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হল ডিজিট্যাল প্রদর্শনী। বুধবার দুপুরে কালিয়াচক ১ নং ব্লকের সুজাপুর হাতিমারি ময়দানে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক দেবতোষ মণ্ডল ও ভিমলা রঙ্গনাথন, মহকুমাশাসক পার্থ চক্রবর্তী, কালিয়াচক-১ ব্লকের বিডিও কুন্তল বোস সহ আরও অনেক প্রশাসনিক আধিকারিক। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। অনুষ্ঠান উপলক্ষে গম্ভীরা গান সহ লোক নৃত্যের আয়োজন করা হয়। সেই সঙ্গে শিশু শিল্পীদের পরিবেশিত নাটকের মাধ্যমে রাজ্যের উন্নয়নগুলি জনসাধারণের কাছে তুলে ধরা হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments