আগুনে পুড়ে গেল মাধ্যমিক শিক্ষা দপ্তরের কম্পিউটার
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 28, 2018
- 1 min read
Updated: Mar 14, 2023
জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের কম্পিউটার বিভাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল বেশ কিছু নথিপত্র সহ ৫-৬টি কম্পিউটার। মঙ্গলবার সকালে স্থানীয় মানুষজন ধোঁয়া নির্গত হতে দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই অগ্নি সংযোগ হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি আশিস কুণ্ডুকে। তিনি জানান, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন। আগুনে মাধ্যমিক শিক্ষা দপ্তরের ৫-৬টি কম্পিউটার পুড়ে গিয়েছে। নষ্ট হয়েছে পেনশন সহ একাধিক তথ্য। কিছু নথিপত্রও পুড়ে গিয়েছে। সেগুলিকে রক্ষা করার চেষ্টা চলছে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই সম্ভবত এই আগুন লেগেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক













Comments