পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চার গুণ শুল্ক বৃদ্ধি রপ্তানিতে
top of page

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চার গুণ শুল্ক বৃদ্ধি রপ্তানিতে

হুড়মুড়িয়ে দাম বাড়ছে পেঁয়াজের। সোমবার মালদা শহরে প্রতি কিলো পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকায়। ব্যবসায়ীদের আশঙ্কা এভাবে চলতে থাকলে বিশ্বকাপের মধ্যেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলতে পারে পেঁয়াজ। যদিও আমআদমিকে স্বস্তি দিতে ইতিমধ্যে পেঁয়াজ দাম নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। পেঁয়াজ রফতানি শুল্ক বাড়িয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।


প্রতীকী ছবি।

পেঁয়াজ উৎপাদনের মূল রাজ্যগুলিতে অতিবৃষ্টির কারণে পেঁয়াজের দামে ব্যাপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে পেঁয়াজ বিদেশে রফতানি হলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। পেঁয়াজের দর নিয়ন্ত্রণে রাখতে রফতানিতে চার গুণ শুল্ক বাড়িয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক। পেঁয়াজি রফতানির অন্যতম স্থলবন্দর মহদিপুর। মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, প্রতিদিন এই বন্দর দিয়ে প্রায় ১০০টি লরি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে যায়। আগে এক টন পেঁয়াজ রফতানির জন্য প্রায় দুশো ডলার রফতানি শুল্ক দিতে হত৷ গতকাল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক সেই শুল্কের পরিমাণ চার গুণ বাড়িয়ে দিয়েছে। এই নির্দেশিকা জারির পর অনেক লরি পোর্ট থেকে চলে যাচ্ছে৷ আবার কিছু রফতানিকারক নতুন করে লেটার অফ ক্রেডিটের (LC) জন্য আবেদন জানাচ্ছেন৷ এই নির্দেশিকায় প্রচুর ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তবে কেন্দ্রীয় মন্ত্রক কিছুদিনের মধ্যেই এই নির্দেশিকা পরিবর্তন করবে বলে আশা করা যাচ্ছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন




বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page