৫০ কখনও ১০০, দুয়ারে সরকারে টাকা নিয়ে ফর্ম ফিলআপের অভিযোগ
top of page

৫০ কখনও ১০০, দুয়ারে সরকারে টাকা নিয়ে ফর্ম ফিলআপের অভিযোগ

দুয়ারে সরকার শিবিরে সরকারি প্রকল্পের ফর্ম ফিলআপ নিয়ে চলছে ব্যবসা। এক শ্রেণির মানুষ নিরক্ষর মানুষদের ফর্ম ফিলআপ করে টাকা তুলছে। এমনই ছবি ধরা পড়ল হরিশ্চন্দ্রপুরে। তৃণমূলের লোকজনই সাহায্যের নামে এমন কাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ বিজেপির।


হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রামপঞ্চায়েত এলাকায় আজ দুয়ারে সরকারের শিবির বসেছিল। বিভিন্ন প্রকল্পের আবেদন করতে শিবিরে সকাল থেকে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তবে উপভোক্তাদের অনেকেই ফর্ম ফিলআপ করতে পারেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেছে এক শ্রেণির মানুষ। প্রতিটি ফর্মের জন্য উপভোক্তাদের থেকে ৫০ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।



যদিও টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তাদের দাবি, শিবিরে সরকারি আধিকারিকরা বিনামূল্যে ফর্ম ফিলআপ করে দিচ্ছেন।




হরিশ্চন্দ্রপুরের বিজেপি মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল জানান, এটা হওয়ারই কথা ছিল। উপভোক্তাদের টাকা দিয়েই সুবিধা নিতে হচ্ছে। তৃণমূল সরকার কাটমানি ছাড়া কিছুই বোঝে না।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page