top of page

প্রচুর নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার মালদায়

মাদক তৈরির এক পাণ্ডাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরেক পটুর নাম। সেই তথ্যের ভিত্তিতেই গতকাল সামসেরগঞ্জের নতুন জালাদিপাড়া থেকে গ্রেফতার করা হয় আলম হোসেনকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ১৮২৫ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।



উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর কালিয়াচকের মোজমপুর থেকে গ্রেফতার করা হয় নজরুল শেখকে। এর আগেও নজরুলকে মাদক পাচারের অপরাধে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে। তাকে জেরা করে উঠে আসে আলম হোসেনের নাম৷ গতকাল সামশেরগঞ্জের জালাদিপাড়া থেকে গ্রেফতার করা হয় আলমকে৷

এদিন এনসিবি’র আইনজীবী সুদীপ্ত গঙ্গ্যোপাধ্যায় বলেন, গত ২৪ জুলাই এনসিবি মালদা থেকে শেখ কালু নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়৷ তার কাছ থেকে ৪৯৭৭ অ্যাম্পুল মাদক ইনজেকশন বাজেয়াপ্ত হয়৷ তাকে জেরা করে উঠে আসে আরেক পাণ্ডা নজরুল শেখের নাম৷ নজরুলকে জেরা করা হলে সে জানায়, সামশেরগঞ্জের আলম হোসেনের কাছে আরও এমন ইনজেকশন রয়েছে৷ সেই তথ্য অনুযায়ী গতকাল রাতে আলমকে গ্রেফতার করা হয়৷ আজ তাকে আদালতে তোলা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Komentar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page