মাদক সেবনের প্রতিবাদে জুটল ধারালো অস্ত্রের কোপ
মাদক সেবনের প্রতিবাদ করায় এক চায়ের দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মালতিপুর অঞ্চলের ভাগবাহাদুর গ্রামে।
আক্রান্ত চায়ের দোকানদারের নাম শেখ খতিবুদ্দিন (৫৫)। জানা গিয়েছে, শেখ খতিবুদ্দিনের একটি চায়ের দোকান রয়েছে। অভিযোগ, গতকাল রাতে দোকান বন্ধ করার সময় দুলাল শেখ নামে এক স্থানীয় যুবক খতিবুদ্দিন সাহেবের দোকানে ঢুকে মাদক সেবন করতে যায়। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে খতিবুদ্দিন সাহেবকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুলাল। আহত অবস্থায় চায়ের দোকানদারকে উদ্ধার করে প্রথমে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাঁর চিকিৎসা। চাঁচল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare