top of page

বিসর্জনে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু কিশোরের

বিশ্বকর্মা বিসর্জনে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল ১০ বছরের কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকে। চলতি মরশুমে শুধুমাত্র মানিকচক ব্লকেই নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।


মৃত কিশোরের নাম অপূর্ব মণ্ডল (১০)। বাড়ি মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের জোগনিগ্রামে। অপূর্ব স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে পরিবারের লোকেদের সঙ্গেই বিশ্বকর্মা বিসর্জনে যায় অপূর্ব। সবার অলক্ষ্যে নদীতে নেমে দাপাদাপি শুরু করে অপূর্ব। হঠাৎ সে তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদের। অপূর্বকে বাঁচানোর চেষ্টা করা হলেও স্রোতের টানে ভেসে যায় অপূর্ব। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর। সন্ধে পর্যন্ত তল্লাশি চালিয়েও অপূর্বকে উদ্ধার করা যায়নি। অবশেষে আজ দুপুরে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে অপূর্বর দেহ উদ্ধার হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মানিকচক থানার পুলিশ।


প্রতীকী ছবি।

অপূর্বর এক আত্মীয় রাজকুমার মণ্ডল জানান, আমাদের প্যান্ডেলের ব্যবসা। বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। প্রতিমা বিসর্জনের পাশাপাশি প্যান্ডেলের কাপড় পরিষ্কার করতে নদীতে এসেছিলাম। অপূর্বও এসেছিল। ও কখন জলে নেমে গিয়েছিল কেউ বুঝতে পারেনি। যখন ও তলিয়ে যেতে থাকে, তখন বিষয়টি নজরে এলেও ওকে বাঁচানো সম্ভব হয়নি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page