পুরসভা ভোটের আগেই চালু হতে চলেছে পানীয় জল পরিসেবা
দীর্ঘ দিনের প্রতিক্ষার পর অবশেষে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই মালদা শহরে চালু হচ্ছে পুরসভার আর্সেনিক মুক্ত পানীয় জল পরিষেবা। আজ পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন পুরসভার প্রশাসক সুমালা আগরওয়ালা।
এদিনের বৈঠকে পাইপলাইন তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন পুরসভার প্রশাসনিক কর্তারা। আগামী ১০-১৫ দিনের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সংস্থার আধিকারিকরা। ঠিকাদার সংস্থার কাজ শেষ হলেই পুরসভার পক্ষ থেকে আর্সেনিকমুক্ত পানীয় জল পরিষেবা চালু করা হবে বলে জানান পুরসভার প্রশাসনিক কমিটির চেয়ারপার্সন সুমলা আগরওয়ালা।
তিনি বলেন, পুর এলাকায় পানীয় জল পরিসেবার বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। আজও একটি বৈঠক হয়েছে। বৈঠকে দায়িত্বপ্রাপ্ত সংস্থার আধিকারিকরা আগামী ১০-১৫ দিনের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছেন। সেই কাজ শেষ হলেই পুরসভার পক্ষ থেকে পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments