নলকূপ খুলে পালাল দুষ্কৃতীরা, পানীয় জলের সমস্যায় দক্ষিণপাড়া
top of page

নলকূপ খুলে পালাল দুষ্কৃতীরা, পানীয় জলের সমস্যায় দক্ষিণপাড়া

একে পানীয় জলের সমস্যা। তার ওপর দুষ্কৃতীদের দৌরাত্ম্য। রাতের অন্ধকারে পানীয় জলের নলকূপ খুলে নিয়ে পালানোয় চরম সমস্যায় পড়েছেন চাঁচল-১ ব্লকের কলিগ্রাম গ্রামপঞ্চায়েতের নুরগঞ্জ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।


drinking-water-problem-in-Dakshinpara-malda
রাতারাতি উধাও আস্ত নলকূপ। নিজস্ব চিত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেই ওই নলকূপ থেকে জল সংগ্রহ করেছে বাসিন্দারা। শনিবার সকালে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে চোখ কপালে ওঠে গ্রামের বধূদের। রাতারাতি নলকূপ উধাও। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার ৫০টি পরিবারের পানীয় জলের একমাত্র ভরসা ছিল এই নলকূপ। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আস্ত নলকূপ খুলে নিয়ে পালিয়েছে। এখন পানীয় জলের জন্য পাশের গ্রামে ছুটে হচ্ছে তাঁদের।


স্থানীয় পঞ্চায়েত সদস্য ইউসুফ আলি জানান,

বিষয়টি তিনি শুনেছেন। এলাকার মানুষদের দ্রুত পানীয় জলের সংকট কীভাবে মেটানো যায় তা নিয়ে পঞ্চায়েতে আলোচনা করা হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page