top of page

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বারবার হাজিরার নির্দেশিকা উপেক্ষা করার জন্য শেষ পর্যন্ত আদালত অবমাননার দায়ে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতা হাইকোর্ট৷ আগামী ২৬ সেপ্টেম্বর বাসন্তী বর্মনকে আদালতে উপস্থিত করার জন্য মালদা জেলা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই নির্দেশিকার কথা জানতে পেরেই তড়িঘড়ি কলকাতা ছুটে গিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি৷ এনিয়ে এনিয়ে তাঁকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।



সূত্র মারফত জানা গিয়েছে, ২০১০ সালের মার্চ মাসে প্রাথমিকের সহকারী শিক্ষিকা হিসেবে মফেজাকে নিয়োগপত্র দেওয়া হয়। বছর চারেক চাকরির পরই তাঁর নিয়োগ বাতিল করা হয়। শিক্ষার আইন অনুযায়ী অপ্রশিক্ষিত শিক্ষকরা প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঁচ বছর পর্যন্ত সময় পান। এই সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ প্রশিক্ষণের জন্য যে তালিকা তৈরি করে তাতে মফেজার নাম ছিল না। ২০২৩ সালে ফের নিয়োগ পত্র হাতে পেলেও দীর্ঘ সময় বসে থাকার জন্য তিনি মাইনে পাননি। এনিয়ে আদালতের দ্বারস্থ হন মফেজা। এই মামলার শুনানির জন্য মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মনকে একাধিকবার তলব করা হলেও তিনি আদালতের আদেশ অমান্য করেন। এমনকি তাঁকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার অনুমোদনও দেওয়া হয়েছিল। অবশেষে আদালত অবমাননার দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ২৬ সেপ্টেম্বর বাসন্তী বর্মনকে আদালতে উপস্থিত করার জন্য মালদা জেলা পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page