জোড়া খুন ইংরেজবাজারে, প্রতিবাদে অবরোধ ক্ষিপ্ত জনতার
জোড়া খুন ইংরেজবাজারে। ইংরেজবাজারের কুলিপাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। অন্যদিকে, কাটাগড় এলাকায় এক প্রৌঢ়ের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে। প্রতিবাদে কাটাগড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
শুক্রবার রাতে কুলিপাড়া এলাকায় চন্দু পাসোয়ান (২১) ছুরিবিদ্ধ হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে চন্দুর বড়ো দাদা বিকাশ পাসোয়ান মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। সেই সময় তার সঙ্গে আরেক ভাই পাপন পাসোয়ানের সঙ্গে বিবাদ বেঁধে যায়। দুই দাদাকে ছাড়াতে গিয়ে ছুরিবিদ্ধ হন চন্দু। রাতেই চন্দুকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা চন্দুকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার সকালে ইংরেজবাজারের কাটাগর এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম সুরে রহমান। বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি ইংরেজবাজারের পাতালচন্ডী এলাকায় পুকুর পাহারা দেওয়ার কাজ করতেন। প্রতিবাদে স্থানীয় লোকজন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments