আইন নিজের হাতে তুলে নেবেন না আবেদন পুলিশ সুপারের
গণপিটুনি নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে মালদা জেলা পুলিশ প্রশাসন। বুধবার নিজস্ব দপ্তরে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, জেলায় ৪টি গণপিটুনির ঘটনা ঘটেছে। গণপিটুনির মতো ঘটনা রুখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশে অভিযোগ দায়ের করলে নিশ্চয় পদক্ষেপ নেওয়া হবে
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের জন্য রয়েছে। সাধারণ মানুষ আইন নিজেদের হাতে তুলে না নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশের পক্ষ থেকে নিশ্চয় পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাও জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান পুলিশ সুপার।
Comments