তৃতীয় ঢেউয়ের আগে প্রস্তুত হচ্ছে রেল হাসপাতাল
করোনার তৃতীয় ঢেউয়ের আগে রেল হাসপাতালে নিয়োগ করা হবে আরও চিকিৎসক। বসানো হবে অক্সিজেন প্ল্যান্ট। পাশাপাশি এবিএ গনিখান চৌধুরি রেল হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের মালদা ডিভিশন।
মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার জানিয়েছেন, মালদা রেল হাসপাতালকে সাজিয়ে তুলতে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। যেন রোগীদের পরিসেবা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। রেল হাসপাতালে আগামী এক মাসের মধ্যে লিফট পরিসেবা চালু হয়ে যাবে। করোনা আবহে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ অত্যাধুনিক করা হচ্ছে। বসানো হবে অক্সিজেন প্ল্যান্ট। চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী রেল হাসপাতালে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments