ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ রেল হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল রেল হাসপাতালের এক ডাক্তারের বিরুদ্ধে। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে মালদা মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ।
নির্যাতিতা ছাত্রী মালদা শহরের বাসিন্দা। এই ছাত্রীর পরিবার পুলিশি অভিযোগে জানায়, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রেলওয়ে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল ওই ছাত্রী। চিকিৎসক দিলীপ কুমার চিকিৎসা করার অছিলায় তাঁর শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে সে পরিবারের লোকদের সমস্ত ঘটনা জানায়। এরপরেই পরিবারের লোকজন ওই চিকিৎসকের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
মহিলা থানা সূত্রে জানা গিয়েছে, শারীরিক পরীক্ষার জন্য ওই ছাত্রীকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। আজ তাকে জবানবন্দির জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পকসো অ্যাক্টে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত চিকিৎসক দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
প্রতীকী ছবি।
Comentários