top of page

রাষ্ট্রপতি নির্বাচনে জেলার সাংসদ ও বিধায়কেরা

সোমবার সারা দেশে রাষ্ট্রপতি নির্বাচন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের সাংসদ ও বিধায়কেরাও রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন। মালদা জেলা থেকে দুই সাংসদ ও ১২ জন বিধায়ক এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার দুই কংগ্রেস সাংসদ জানিয়েছেন তাঁরা ১৭ দলের জোট প্রার্থী তথা প্রাক্তন লোকসভা অধ্যক্ষা মীরা কুমারকে ভোট দেবেন। হবিবপুরের সিপিএম বিধায়ক খগেন মুর্মু জানিয়েছেন যে বামপন্থীরা মীরা কুমারকে সমর্থন করায় তিনি তাঁর পক্ষেই ভোট দেবেন। জেলার ৮ কংগ্রেস বিধায়ক যে মীরা কুমারকে সমর্থন করবেন তা স্পষ্ট করেছেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার ও আসিফ মেহবুব।


Ram Nath Kovind and Meira Kumar

তৃণমূলে যোগ দেওয়া ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেছেন তিনি দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশমতো ১৭ দলের জোট প্রার্থীকেই ভোট দেবেন। তাঁর মন্তব্য যে বর্তমান রাজনৈতিক পরিস্হিতিতে যেভাবে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে সেক্ষেত্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মীরা কুমারই হলেন রাষ্ট্রপতি পদের উপযুক্ত প্রার্থী। তবে বিজেপি বিধায়ক স্বাধীন সরকার সবার থেকে আলাদা। তিনি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্রপতি পদের জন্য তিনি রামনাথ কোবিন্দকেই সমর্থন করবেন। তিনি দাবি করেছেন মীরা কুমারকে ১৭ টি রাজনৈতিক দল সমর্থন করলেও শেষ হাসি হাসবেন কোবিন্দই।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page