মালদার আমচাষকে উন্নত করতে ব্যবস্থা জেলা প্রশাসনের
মালদার আমচাষকে আরও উন্নত করতে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন৷ সেই লক্ষ্যে আজ মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সভাকক্ষে জেলার আমচাষি ও আম ব্যবসায়ীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন জেলাশাসক৷ এদিনের বৈঠকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমচাষ সম্পর্কে সচেতন করা হয় আমচাষিদের। সঙ্গে রাসায়নিক ব্যবহারে আমচাষে ক্ষতির বিষয়গুলিও তুলে ধরা হয়।
মালদা জেলায় প্রায় ৩৩ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়৷
উল্লেখ্য, মালদা জেলায় প্রায় ৩৩ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়৷ অবশ্য প্রতি বছর আমচাষের পরিমাণ বাড়ছে বলে জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর সূত্রে জানা গেছে৷ কিন্তু মালদার প্রধান অর্থনৈতিক ফসল উৎপাদনের ক্ষেত্রে মূল সমস্যা হল, এই জেলার আমবাগানগুলির বেশিরভাগই অত্যন্ত পুরোনো৷ এর সঙ্গে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগও জেলার আমচাষকে ব্যহত করছে৷ এসব নিয়েই আজ বৈঠকের আয়োজন করা হয়৷ বৈঠকে জেলার আমচাষীরা যেমন বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন, তেমনই আম ব্যবসায়ীরাও নিজেদের সমস্যার কথা প্রশাসনিক কর্তাদের জানান৷ বৈঠক শেষে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান, মালদার আমচাষকে আরও এগিয়ে নিয়ে যাওয়া তাঁদের লক্ষ্য৷ সেই লক্ষ্য পূরণেই আজকের এই বৈঠক৷
Comments