top of page

শীতার্ত ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করলেন মহকুমাশাসক

পৌষ মাস শুরু হতেই দেখা মিলেছে শীতের। গত কয়েকদিনে বেশ জাঁকিয়ে বসেছে শীত। প্রবল শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন খোদ মহকুমাশাসক। শীতের হাত থেকে রেহাই পেতে চাঁচল ও সামসীর ফুটপাতে বসবাস করা অসহায় দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র।


Distribution-of-Cold-Weather-Clothes-and-Blankets-in-chanchal
প্রবল শীতে প্রশাসনকে পাশে পেয়ে খুশি ওই পরিবারগুলি

রবিবার রাতে চাঁচল মহকুমাশাসক কল্লোল রায় ও তাঁর দফতরের কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন চাঁচল-সামসী এলাকার ভবঘুরেদের দিকে। তাঁদের হাতে তুলে দিলেন শীতের কম্বল ও চাদর। প্রথমে চাঁচলের বিরস্থলির ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে ভিন রাজ্য থেকে আসা মূর্তি শিল্পীদের তাবুতে পরে সামসী রেলস্টেশনে ভবঘুরেদের হাতে সেখান থেকে চাঁচলের সাপ্তাহিক হাটের পাশে বসবাসকারী আরও কিছু দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মহকুমাশাসক কল্লোল রায়। প্রবল শীতে প্রশাসনকে পাশে পেয়ে খুশি ওই পরিবারগুলি। পাশাপাশি মহকুমাশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচলের বাসিন্দারা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page