চাঁচলে বিনামূল্যে চিকিৎসার পর এবার বস্ত্র বিতরণ
top of page

চাঁচলে বিনামূল্যে চিকিৎসার পর এবার বস্ত্র বিতরণ

করোনা আবহে বিনামূল্যে চিকিৎসা দিয়েছিলেন। এবার ইয়শের তাণ্ডবের পর বিনামূল্যে বস্ত্র বিতরণ করছেন প্রবীণ চিকিৎসক কল্লোলকান্তি সরকার। চাঁচল-১ ব্লক মোড়ে নিজের চেম্বারে স্বাস্থ্যবিধি মেনে বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছেন সত্তরোর্ধ্ব এই চিকিৎসক।



উল্লেখ্য, করোনা আবহে প্রথম দীর্ঘমেয়াদি লকডাউন চলাকালীন এলাকার গরীব দুস্থদের কথা মাথায় রেখে বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দিতে শুরু করেছিলেন কল্লোলবাবু। প্রায় একবছর সেই পরিসেবা দিয়েছিলেন তিনি। এবারে ইয়াসের তাণ্ডবের পর ফের মানুষের সেবায় নেমে পড়েছেন তিনি। করোনা বিধি মেনে প্রতিদিন ৪০ জন মানুষকে নিজের চেম্বারে ডেকে শাড়ি-লুঙ্গি বিতরণ করছেন কল্লোলবাবু। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page