top of page

কীটনাশক থেকে ছড়াচ্ছে রোগ, তদন্তে প্রশাসন

কীটনাশক থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ। এমনই অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ইংরেজবাজারের প্রান্তপল্লী এলাকার বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে আজ ঘটনাস্থলে তদন্তে আসেন প্রশাসনিক কর্তারা। যদিও ঘটনাপ্রসঙ্গে প্রশাসনিক কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


প্রান্তপল্লী এলাকায় বেশ কয়েকটি কীটনাশকের দোকান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কীটনাশক মজুত করার ফলে দূষণ ছড়াচ্ছে। বিভিন্ন রোগের শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা। এনিয়ে ব্যবসায়ীদের অভিযোগ করলে প্রাণনাশের হুমকি জুটছে অভিযোগকারীদের। বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই এলাকার বাসিন্দারা। আজ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page