top of page

উধাও বিজেপির প্রচারের ট্যাবলো, পুলিশে অভিযোগ

জেলায় পরিবর্তন যাত্রা আসার ঠিক আগের মুহূর্তে উধাও বিজেপির প্রচারের ট্যাবলো। গাড়ির মালিক পুলিশ অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি।


আজ দুপুরে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা বুলবুলচণ্ডীর কেন্দুয়া প্রতিদান ময়দান দিয়ে যাবে। সেই সময় সামান্য সময়ের জন্য সেখানে পথসভা করা হবে। সেই পথসভার প্রচার করছিল একটি ট্যাবলো। গতকাল প্রচার শেষে গাড়িটিকে বুলবুলচণ্ডী হনুমান মন্দিরের পেছনে রাখা হয়। আজ সকালে জেলায় পরিবর্তন যাত্রা প্রবেশের আগে দেখা যায় উধাও প্রচারের সেই ট্যাবলো। সমস্ত ঘটনায় জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক সৌমিত্র ভদ্র।

এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। মমতার জনপ্রিয়তার সামনে ফিকে পড়ছে বিজেপি, তাই এসব মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে পালটা অভিযোগ তৃণমূলের।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page