উত্তরবঙ্গ থেকে ৫০ আসন পাবে বিজেপি, আত্মবিশ্বাসী দিলীপ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 27, 2020
- 1 min read
Updated: Nov 6, 2020
সোমবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় পায়ে হেঁটে জনসংযোগের কাজ করেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর সাথে ছিলেন রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ছাড়াও জেলা বিজেপি নেতৃত্ব। একটি চায়ের দোকানে বসে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন। সেখানে সাংবাদিকদের জানান, বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ৫৪টা সীটের মধ্যে ৫০টিতেই বিজেপি জয়লাভ করবে।
চায়ে পে চর্চায় সাতসকালে পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, আগামী বিধানসভায় উত্তরবঙ্গের ৫৪ টির মধ্যে ৫০ টি আসনেই বিজেপি জিতবে। এটা নিশ্চিত করতেই কাজ করছি। আর এটা মানুষকে তিনি বুঝিয়ে দিয়েছেন। যেসব জায়গায় অভিনন্দন যাত্রা হয়েছে সেখানেই প্রত্যেকদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে। প্রত্যেকদিন লোক বাড়ছে। এত পুলিশি বাধা, সরকারের বাধা সত্ত্বেও জনসমাবেশ হচ্ছে। কোথাও অনুমতি দিচ্ছে না প্রশাসন। আমাদের আইন ভাঙতে বাধ্য করা হচ্ছে। আমাদের গণতান্ত্রিক অধিকারকে লুট করা হচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর জেলা বিজেপি নেতাদের সাথে নিয়ে পায়ে হেঁটেও জনসংযোগ করেন দিলীপ ঘোষ।
Comments