পিকে দাওয়াইয়ে ঘুরে দাঁড়াতে পারবে না তৃণমূল: দিলীপ
পিকে দাওয়াইয়েও ঘুরে দাঁড়াতে পারবে না তৃণমূল৷ তারা এখন আমাদের পদ্ধতি অনুকরণ করার চেষ্টা করছে৷ কিন্তু তাতে তারা সফল হবে না৷ আজ মালদায় এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ আজ তিনি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে যান৷ গঙ্গারামপুর আদালতে পুরোনো একটি মামলায় জামিনের আবেদন জানান৷ সেখানে তিনি ওই জেলার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন৷ সন্ধেয় মালদায় এসে মালদা ও উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তিনি৷ আজ রাতেই তাঁর কলকাতা ফিরে যাওয়ার কথা৷
দিলীপবাবু জানান, সম্প্রতি কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে সরব হয়েছেন দুই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ও গুলাম নবি আজাদ৷ তাঁরা দলের নির্দেশেই এসব অযৌক্তিক কথাবার্তা বলছেন৷ দেশের বেশিরভাগ মানুষ কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ায় খুশি৷ তাই কংগ্রেস নেতাদের মন আর মুখ এখন আলাদা হয়ে যাচ্ছে৷ তিনি আরও বলেন, এখনও প্রশাসন তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা করছে না৷ তাঁদের থাকার জায়গাও দিচ্ছে না৷ বুনিয়াদপুর সার্কিট হাউস তাঁকে দেওয়া হয়নি৷ তবে এসবে তাঁরা অভ্যস্ত হয়ে গেছেন৷ তাঁরা দলীয় কর্মীদের বাড়িতে থেকেই দলের কাজকর্ম করেন৷ এখন সেটা অনুকরণ করার চেষ্টা করছে তৃণমূল৷ কিন্তু এসব তাদের অভ্যেস নেই৷ তারা এতে সফলও হবে না৷ তারা এখন মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে৷ এতদিন মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল৷ এখন পিকের নির্দেশে তারা মানুষের কাছে যেতে বাধ্য হচ্ছে৷ আর মানুষের ক্ষোভের মুখে পড়ছে৷ মানুষ তাদের কাছ থেকে কাটমানির টাকা ফেরত চাইছে৷
সম্প্রতি বনগাঁ পৌরসভার ৪ কাউন্সিলরকে বিজেপির ঘর থেকে নিজেদের ঘরে প্রত্যাবর্তন করিয়েছে তৃণমূল৷ এব্যাপারে দিলীপবাবু বলেন, পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে ওই কাউন্সিলরদের ফের নিজেদের ঘরে টেনেছে তৃণমূল৷ ভয়ে ওই ৪ কাউন্সিলর প্রতিবাদ করতে পারেননি৷ তবে এভাবে নিজেদের ঘর গুছিয়ে রাখতে পারবে না তৃণমূল৷ ওই দলের নেতাদের মধ্যে এখন ত্রাহি রব শুরু হয়ে গেছে৷
Comments