ডায়াবেটিস রুখতে পড়ুয়াদের সঙ্গে পা মেলাল তারকারা
ডায়াবেটিস বর্তমানে মানবজীবনে এক ভয়ংকর সমস্যারূপে দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ২০২৫ সালের মধ্যে ভারতবর্ষে প্রায় ১৪ কোটি মানুষের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। চিকিৎসকদের মতে ডায়াবেটিস আটকানোর উপায়, নিজের জীবনযাপনের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা। সঙ্গে নিয়মিত শরীরচর্চা ও দিনে নিয়ম করে হাঁটা।
ইতিমধ্যে গত ১৪ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস (#Diabetes) দিবস উপলক্ষ্যে ডায়াবেটিস চিকিৎসা সংক্রান্ত একটি বেসরকারি হাসপাতালে উদ্যোগে রবিবার সকালে মালদা শহরে ‘হাঁটো বাংলা হাঁটো’ স্লোগান নিয়ে এক পদযাত্রা আয়োজিত হয়। এই পদযাত্রায় গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরি ও অভিনেত্রী শ্রুতি দাস। উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি (মালদা রেঞ্জ) সুজিত সরকার ও জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
উদ্যোক্তাদের পক্ষে মুশরেফা হোসেন জানান, বর্তমানে ভারতবর্ষে ডায়াবেটিস রোগ ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে তাঁদের এই প্রয়াস।
Comments