নিষেধাজ্ঞা থাকছে না রামকৃষ্ণ মিশনের কল্পতরু উৎসবে
করোনার জেরে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসবে নিষেধাজ্ঞা জারি হলেও এখনই মালদার রামকৃষ্ণ মিশনে সেই নিষেধাজ্ঞা জারি হচ্ছে না। তবে সরকারের নির্দেশ অনুযায়ী পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে জানালেন মালদা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ।
জানা গিয়েছে, ১৮৮৬ সালের ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটীতে রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে কার্যত নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। সকলের মঙ্গলের জন্য আশীর্বাদ দিয়েছিলেন। এরপর থেকেই প্রতি বছর ১ জানুয়ারি রামকৃষ্ণ মঠ ও মিশনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব।
মালদা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজী জানান, এখনও রাজ্য সরকার করোনার জন্য লকডাউন জারি করেনি। রাজ্য সরকারের নির্দেশিকা না আসা পর্যন্ত আপাতত ভক্তদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। ১ জানুয়ারি কল্পতরু উৎসব উদযাপিত হবে। ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন।
[ আরও খবরঃ সন্ধে হতেই হরিশ্চন্দ্রপুরে জমজমাট অশ্লীল নাচ-জুয়ার আসর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন