top of page

লক্ষ্য মালদা, জোড়া জনসভা দেবের

জেলায় জোড়া নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক হালদার ওরফে দেব৷ আজ দলীয় প্রার্থীর সমর্থনে রতুয়া ও গাজোলে জনসভা করেন তিনি৷ সভামঞ্চ থেকে একাধিক ইশ্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷



আজ দুপুর একটা নাগাদ রতুয়া থানার অস্থায়ী হেলিপ্যাডে দেবের হেলিকপ্টার এসে পৌঁছয়৷ হেলিপ্যাড থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তৈরি করা হয়েছিল সভামঞ্চ৷ সেখানে দলীয় প্রার্থী সমর মুখোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তিনি৷ পরে সেখান থেকে তিনি চলে যান গাজোলে৷ সেখানে তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মণের সমর্থনে সভা করেন তিনি৷ তবে দুটি জনসভাতেই তেমন ভিড় লক্ষ্য করা যায়নি৷




সভামঞ্চ থেকে দেব বলেন, মানুষকেই ঠিক করতে হবে তাঁরা কার হাতে রাজ্যের ক্ষমতা দিতে চান৷ যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, নাকি যারা সেই মানুষের জন্য লড়াই করে? দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে, রাজ্য সরকারের একাধিক প্রকল্প তুলে ধরেন তিনি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page