স্কুল চলাকালীন বিধ্বংসী আগুন
- আমাদের মালদা ডিজিট্যাল

- Feb 24, 2022
- 1 min read
স্কুল চলাকালীন গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে মিড-ডে মিলের রান্নাঘরে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ঘটনার জেরে ২০০ পড়ুয়ার মিড-ডে মিল নষ্ট হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁচলের হরিপাড়ায় জেলেপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, আজ স্কুলে টিফিনের সময় মিড-ডে মিলের রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাঁধুনিরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন। তড়িঘড়ি ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ সরকার বলেন, গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনও ছাত্র-শিক্ষক কিংবা কর্মীর কোনো ক্ষতি হয়নি। কিন্তু ঘটনার জেরে এদিনের সমস্ত মিড-ডে মিল নষ্ট হয়ে গিয়েছে।
[ আরও খবরঃ ভোটের অর্ধেক আকাশ নারীর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments