top of page

পাঁচ দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন ঝাড়খণ্ড দিশম পার্টির

পাঁচ দফা দাবি নিয়ে পুরাতন মালদা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করল ঝাড়খণ্ড দিশম পার্টি। এদিনের ডেপুটেশনকে কেন্দ্র করে ব্লক অফিসে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল।



শুক্রবার দুপুরে ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পুরাতন মালদা ব্লক আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। ঝাড়খণ্ড দিশম পার্টির ব্লক সভাপতি সুনিরাম টুডুর নেতৃত্বে শতাধিক কর্মীরা মিছিল করে ব্লক অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ শেষে স্মারকলিপি তুলে দেওয়া হয় আধিকারিকের হাতে।


বিডিও মহ: ইরফান হাবিব জানান, পাঁচ দফা দাবি নিয়ে ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। উল্লেখ্যযোগ্য দাবিগুলি হল, উত্তরপ্রদেশে আদিবাসীদের হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদান, মৃতদেহদের পরিবারকে ১০ লক্ষ ও আহতদের হাতে ৫ লক্ষ টাকার অনুদান, আদিবাসীদের ধর্মকে মান্যতা দেওয়া প্রভৃতি। সমস্ত দাবিগুলি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page