top of page

পুরোনো পেনশন চালু করার দাবি বঙ্গীয় শিক্ষক সংগঠনের

এক মন্ত্রকের অধীনে আনতে হবে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে। নতুন পেনশনের বদলে পুরোনো পেনশন পদ্ধতি চালু করতে হবে। কেন্দ্রীয় শিক্ষকদের মতো রাজ্যের শিক্ষকদেরও ভাতা দিতে হবে। এছাড়াও মাধ্যমিক স্তরে ভোকেশনাল ফিজিক্যাল কম্পিউটার চালু করে শিক্ষক নিয়োগ করতে হবে ইত্যাদি দাবিদাওয়া নিয়ে ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাশয় অনুমোদিত সংস্থা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংগঠন এদিন বিকালে জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসকের নিকট তাঁদের ২১ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দেয়।


কেন্দ্রীয় শিক্ষকদের মতো রাজ্যের শিক্ষকদেরও ভাতা দিতে হবে


সোমবারের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মিঠুন মণ্ডল ও সহ সভাপতি শুভময় চৌধুরি সহ সংগঠনের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। সহসভাপতি শুভময় চৌধুরি জানালেন ২১ দফা দাবির ভিত্তিতে আজ তাঁরা জেলাশাসক অফিসে ডেপুটেশন দিয়েছেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম রাজ্য জিডিপির ৩০ শতাংশ ও কেন্দ্রীয় জিডিপির ১০ শতাংশ শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করতে হবে। সমগ্র শিক্ষা ব্যবস্থাকে একটি মন্ত্রকের অধীনে আনতে হবে। নতুন পেনশনের বদলে পুরোনো পেনশন পদ্ধতি চালু করতে হবে। কেন্দ্রীয় শিক্ষকদের মতো রাজ্যের শিক্ষকদের ভাতা প্রদান করতে হবে। এছাড়াও মাধ্যমিক স্তরে ভোকেশনাল ফিজিক্যাল কম্পিউটার চালু করে শিক্ষক নিয়োগ করতে হবে।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Komentar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page