top of page

নিম্নচাপের ভ্রূকুটি জেলাতে, জারি সতর্কতা

নিম্নচাপের প্রভাব পড়তে পারে মালদা জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে। ইতিমধ্যে নিম্নচাপকে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। মালদা জেলাতেও প্রশাসনের পক্ষ থেকে নিম্নচাপের আগে সতর্ক করার প্রক্রিয়া শুরু হল।


শীতের মরসুমে মালদা জেলায় বৃষ্টি হলে আমন ধান ও আলু চাষিদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জেলার অধিকাংশ ব্লকে আলু রোপণ করার কাজ শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হলে সেই আলু নষ্টের সম্ভাবনা রয়েছে। পাকা আমন ধান মাঠে পড়ে থাকলে ধানেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের সতর্ক করতে মালদা জেলা কৃষি দফতরের উদ্যোগে শুরু হয়েছে মাইকিং। ৪ ডিসেম্বরের আগে আমন ধান ঘরে তোলার সতর্কবার্তা দেওয়া হচ্ছে কৃষকদের। পাশাপাশি যে সমস্ত কৃষক ইতিমধ্যে আলু জমিতে রোপণ করে ফেলেছেন তাঁদের জমির নিকাশি ব্যবস্থা সুন্দরভাবে তৈরি করার জন্য বলা হচ্ছে কৃষি দফতরের পক্ষ থেকে। যারা এখনও আলু চাষের কাজ শুরু করেননি, তাঁদের নিম্নচাপ কেটে যাওয়ার পরেই কাজ শুরুর পরামর্শ দেওয়া হচ্ছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page