top of page

ডেঙ্গি নিয়ে উদবিগ্ন জেলা প্রশাসন

জেলা জুড়ে বর্ষার দেখা না মিললেও চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। চলতি বছরে এখনও পর্যন্ত ১৫৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে। গত দু’সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে কালিয়াচক ১ ব্লকেই আক্রান্তের সংখ্যা ২৭ জন। এই পরিস্থিতিতে কালিয়াচক ১ ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন অতিরিক্ত জেলাশাসক, বিডিও। ওই এলাকায় ডেঙ্গি সচেতনতায় প্রচারও চালানো হচ্ছে জোর কদমে।


স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, মালদা জেলায় ডেঙ্গি চোখ রাঙাচ্ছে মূলত ইংরেজবাজার ও কালিয়াচকের তিনটি ব্লকে। এখনও পর্যন্ত ইংরেজবাজারে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩০ জন। কালিয়াচক ১ ব্লকে ২৭ জন এবং ২ ও ৩ ব্লকে ২০ জন করে আক্রান্ত হয়েছেন। কালিয়াচক ১ ব্লকে প্লাস্টিক কারখানাগুলিতে জল জমার সম্ভাবনা থেকেই পুরো এলাকা ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। যান স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালেও। ডেঙ্গি সহ পতঙ্গ-বাহিত রোগ দূরীকরণে স্বাস্থ্য-কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন প্রশাসনিক আধিকারিকরা।



বিডিও সত্যজিৎ হালদার জানান, ২৪ এবং ২৫ জুন মালদা জেলার সমস্ত সরকারি ভবন, স্কুল-কলেজ ও হাসপাতালে অভিযান চালানো হয়েছে৷ আমরা সবাইকে ডেঙ্গি নিয়ে সতর্কও করছি৷ সবাই যদি একজোট হয়ে ডেঙ্গি প্রতিরোধে কাজ না করতে পারি, তবে জুলাই মাসে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page